News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

বিজেপি মানেই জনতার সরকার : পাপিয়া দত্ত

Saturday, November 30, 2024
  


নিজস্ব প্রতিনিধি: ধর্ম মানুষকে উদার ও সহনশীল করে তোলে ।মানুষের সেবার ভাবনায় কাজ করছে বিজেপি সরকার ।অতীতের ক্ষত চিহ্ন মুছে দিচ্ছেন মোদী ও মানিক ।শনিবার ৬ আগরতলা বিধানসভার রাধানগর আমবাগানে আপনজন সর্বজনীন পূজা কমিটি আয়োজিত শ্যামা মায়ের পুজাতেও গরীবের মুখে হাসি ফুটানোর চেষ্টায় ব্রতী হয়েছেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত ।উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস প্রমুখ ।বক্তব্য রাখতে গিয়ে পাপিয়া দত্ত রাজ্যের মানুষের জন্য সরকারের উদার গণতান্ত্রিক সুবিধাগুলোর দিকগুলো তোলে ধরেছেন।পাশাপাশি এলাকার বর্তমান বিরোধী দলের অবস্থানের তীব্র নিন্দা করেছেন ।তিনি অভিযোগ করেন,মানুষকে বোকা বানিয়ে শস্তা রাজনীতি আর চলবেনা ।