News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

ইউনুসকে জুতোপেটা ও কুষ্পত্তিলিকা দাহ করলো বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ

Sunday, December 01, 2024
  


নিজস্ব প্রতিনিধি: ডক্টর মোহাম্মদ ইউনুসকে জুতোপেটা ও কুষ্পত্তিলিকা দাহ করলো বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ। বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের প্রধান ডঃ মোহাম্মদ ইউনুসকে মৌলবাদী আখ্যায়িত করে জুতা পেটা সহ আগুন দিয়ে কুশপুত্তলিকা পোড়ালো বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ। বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দিকে দিকে চলছে হিন্দুদের উপর আক্রমন, ঘরবাড়ি, মঠ, মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের হত্যার পাশাপাশি বাংলাদেশের হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যা মামলা আটক করার প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখিয়ে ইউনুসকে জুতা পেটা করে কুশপুত্তলিকা পোড়ালো। বিলোনিয়া হিন্দু সনাতনী নাগরিক সমাজের ডাকে হয় মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদের বিক্ষোভ। বিক্ষোভ মিছিল শুরু হয় রবিবার বিকেল চারটা নাগাদ বিলোনিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে। হিন্দু সনাতনী সমাজের নাগরিকরা এই বিক্ষোভে সামিল হয়ে, আওয়াজ উঠে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ মানছি না, অবিলম্বে হিন্দুদের উপর ও হিন্দু মন্দিরের উপর আক্রমণ বন্ধ সহ চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক নতূবা হিন্দু সনাতনীরা অন্য পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভ মিছিল থেকে। বিক্ষোভ মিছিলটি শহরের রাজপথ পরিক্রমা করে এসে বিলোনিয়া মুহুরি ঘাট আন্তঃ শুল্ক বানিজ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে শুরু হয় সভা। সভাস্থলে উপস্থিত ছিলেন কার্তিক প্রভু, অরুণ হালদার, আচারিয়া শুভমিত্র নন্দ অবোদুত , বিপ্লব সেন, অভিজিৎ দেবনাথের মতো হিন্দু নাগরিক সমাজের অগ্ৰনি সৈনিকরা।