News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

#পুষ্পবন্ত প্যালেস # ৫স্টার হোটেল করার প্রতিবাদে লেম্বুছড়ায় তিপ্রা মথার মশাল মিছিল

Monday, December 02, 2024
  


নিজস্ব প্রতিনিধি:ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ১৪ বুধজংনগর ওয়াকিনগর নির্বাচনী কেন্দ্রে তিপ্রা মথা দলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল করা হয়।টাটা গ্রুপের সঙ্গে রাজ্যের পুরান রাজভবন অর্থাৎ পুষ্পবন্ত প্যালেসকে ৫ স্টার হোটেল করার বিরোদ্ধে।রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে জানান নেতারা এবং এই সিদ্ধান্তের বিরোদ্ধে প্রতিবাদ মিছিল করেন।এই সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা স্ব শাসিত জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেব্বর্মা সহ স্থানীয় নেতৃত্বরা।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে তিপ্রা মথা নেতারা দাবি করেন এই প্যালেসটিকে হোটেল করা হলে রাজ্যের রাজাদের ইতিহাস , ঐতিহ্য অবমাননা হবে পাশপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।কিন্ত এই দলের প্রতিষ্ঠাতা যখন রাজাদের সম্পত্তি চন্দ্র মহল,মানিক্য কোর্ট,গোলাপ বাগানে বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, রাজ বাড়িতে কফিশপ করলেন তখন ইতিহাস ঐতিহ্য ক্ষুণ্ন হয়না,তাই যদি পুস্পবন্ত প্যালেস হোটেল করার সিদ্ধান্ত নেন সরকার আর এতে বিরোধিতা হয় তাহলে সবার প্রথমে দলের প্রতিষ্ঠাতার বিরোদ্ধে প্রতিবাদ হওয়া প্রয়োজন কারণ রাজান্য স্মৃতি বিজড়িত বিভিন্ন রাজ প্যালেস দিয়ে ব্যবসা শুরু তিনিই শুরু করেন বলে বিশ্লেষকদের দাবি।