News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

জিবি হাসপাতালে আয়ুষ্মান নিয়েও বিপাকে

Thursday, December 05, 2024
  


নিজস্ব প্রতিনিধি:গ রাজধানীর জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের আয়ুষ্মান কার্ড থাকার পরেও তাদের ঔষদ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রোগীর পরিজনরা। এ নিয়ে গতকাল রাতে হাসপাতাল চত্বরে ক্ষোভ দেখা দেয় রোগীর পরিজনদের মধ্যে। তাদের অভিযোগ ফার্মেসির তরফ থেকে ইচ্ছে করে ওষুদ দেওয়া হচ্ছে না।গতকাল রাতে রাজধানীর জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের আয়ুষ্মান কার্ড থাকার পরেও তাদের ঔষদ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রোগীর পরিজনরা। এ নিয়ে গতকাল রাতে হাসপাতাল চত্বরে ক্ষোভ দেখা দেয় রোগীর পরিজনদের মধ্যে। তাদের অভিযোগ ফার্মেসির তরফ থেকে ইচ্ছে করে ওষুদ দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে তারা ফার্মেসি কতৃর্পক্ষ ও চিকিৎসকদের কাঠগড়ায় দাড় করান। পরবর্তী সময়ে মেডিকেল সুপারিনটেন্ট এর হস্তক্ষেপে রোগীদের ঔষধ দেওয়া হয়।