৯৬০০০ গাঁজা গাছ ধ্বংস করলো বিশালগড় থানা পুলিশ
Saturday, December 07, 2024
নিজস্ব প্রতিনিধি: লালসিং মূড়া বংশীবাড়ি এলাকায় এলাকায় সরকারি ভূমিতে ৯৬০০০ গাঁজা গাছ ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান। গাঁজা কারবারীরা সরকারি ভুমি দখল করে এ গাঁজা বাগান তৈরি করেন। এদিকে বিশালগড় থানা পুলিশ গোপন খবরে ভিত্তিতে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে গাঁজা বাগান ধ্বংস অভিযানে নামেন বিশালগড় থানার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সহ TSR,SPO,CRPF এবং মহিলা পুলিশ।এদিনে বিশালগড় থানা পুলিশের এই গাঁজা বাগান ধ্বংস অভিযান দূর থেকে রক্ত চোখকে তাকিয়ে দেখতে থাকে গাঁজা কারবারিরা। জানাযায় প্রত্যেক বছর এই শীতের মৌসুমে গাঁজা কারবারিরা গভীর থেকে গভীর জঙ্গলে সরকারি ভূমিক দখল করে এই গাঁজা বাগান গুলি তৈরি করেন। পুলিশ এই গাঁজা বাগান কারা তৈরি করেছেন সেই বিষয়ে তদন্ত শুরু করেন। সিপাহীজলা জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে এ গাঁজা বাগান ধ্বংস অভিযান।