News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

বিশালগড় খাদ্য দপ্তরের কাজকর্মে ক্ষুব্ধ বিধায়ক

Saturday, December 07, 2024
  


নিজস্ব প্রতিনিধি:বিশালগড় মহকুমা শাসক অফিসে খাদ্য দপ্তরে দরজায় সকাল ১১টা পর্যন্ত তালা‌। খাদ্য দপ্তরের একাংশ কর্মচারীদের কাজে অবহেলা ধরুন বিপন্ন জনজীবন। দুই-তিন মাস হয়ে গেলো রেশন কার্ডে নতুন নাম তুলতে পারছেন না জনগণ। অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সরজমিনে খাদ্য দপ্তর অফিসে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব। অভিযোগের সমস্ত সত্যতা যাচাই করে একাংশ ফাঁকিবাজ কর্মচারীদের সিপিআইএম সমস্ত কালচার ভুলে যাওয়ার হুঁশিয়ারি দেন। জনগণ সঠিক সময়ে সঠিক পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয় সেই বিষয়ে সতর্ক করেন। বিশালগড় মহকুমা খাদ্য দপ্তরের একাংশ ফাঁকিবাজ CPI(M) কালচার কর্মচারীদের দরুন বিভিন্ন ভাবে ভোগান্তির শিকার জনসাধারণ। ফাঁকিবাজ একাংশ কর্মচারীদের বিরুদ্ধে জেলাশাসকের সাথে দ্রুত আলোচনায় বসছেন বিধায়ক।