News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

অস্কারের মনোনয়নে ইমনের গান

Saturday, December 07, 2024
  


নিজস্ব প্রতিনিধি: গোটা ভারতের গর্ব ইমন চক্রবর্তী। বাঙালির মাথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠত্বের সিংহাসনে।এক সময় ইমনকে পেছনে রাখার চেষ্টা কম হয়নি ।সেই সংগীতশিল্পী অস্কারের তালিকায় বাংলা গানের রিয়াল ভার্সনকে জায়গা এনে দিয়েছেন ।পথ শিশুদের নিয়ে গাওয়া ইতি মা গানটি অস্কারের জন্য নমিনেশন পেয়েছে ।চারিদিকে ইমন রাগের মূর্ছনায় মুখরিত দেশবাসী ।