৮০ লাখ টাকার গাঁজা বাগান ধ্বংস
Tuesday, December 10, 2024
নিজস্ব প্রতিনিধি: আজ সকাল সাড়ে নয়টা নাগাদ কল্যানপুর থানা এরিয়ার কল্যাণপুর থানার বড়বাবু তাপস মালাকার উনার কাছে গোপন খবর ছিল জলাই তুই শিয়া এডিসি ভিলেজ এর অধীনে কালী কৃষ্ণ পাড়া গভীর জঙ্গলে প্রচুর পরিমাণে গাঁজা গাছ আছে বলে তাই আজ ওই জায়গাতে গিয়ে অভিযান চালান, এই অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া সাব ডিভিশনে এসডিপিও পান্নালাল সেন ছিলেন থানার ওমেন স্টাফ সহকারে ষষ্ঠ ব্যাটেলিয়ান টিএসআর জোয়ান সিআরপিএফ ১৪০ ব্যাটেল জোয়ানরা থানার অফিসার সহ আরো অন্যান্যরা । তারপরে তেলিয়ামুড়া সাব ডিভিশনাল এসডিপিও সাংবাদিকের মুখোমুখি হয়ে বললেন এই তিনটা ফ্লোটে গাঁজা গাছ যে ধ্বংস করেন প্রায় ৫ হাজারের মতন বাজার মূল্য দাম ৮০ লক্ষ টাকার অধিক হবে।..