চরিলামে মন্ডল সভাপতি ইস্যুতে তোলপাড়
Friday, December 13, 2024
নিজস্ব প্রতিনিধি: চড়িলাম বিজেপির ৩৪ নাম্বার রংমালা ভিসির বুথ সভাপতি ,,বুদীরাম দেববর্মাকে প্রাণে মেরে ফেলার হুমকি সহ বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রস্তাবক হিসেবে মন্ডল সভাপতির নমিনেশন দাখিল করল সুমন দেবনাথ। এমনই অভিযোগ বুথ সভাপতি তথা প্রস্তাবক বুদিরাম দেববর্মার। অভিযোগ চড়িলাম মন্ডলের বর্তমান কোষাধ্যক্ষ সুমন দেবনাথ এবং দাঁড়িয়াথল বুথের শক্তি ইনচার্জ তরুণ দেববর্মা গাড়িতে জোরপূর্বক তুলে নেই সভাপতি বুধিরাম দেববর্মাকে। সুমন দেবনাথের মন্ডল নমিনেশন দাখিলে প্রস্তাবক হিসাবে স্বাক্ষর না করলে মেরে ফেলার হুমকি সহ বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনার বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দায়ের হয় বিশ্রামগঞ্জ থানায়। ঘটনায় চাঞ্চল্য চড়িলামে।..