News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

রাজ্যে স্বাগতম শ্রেয়া ঘোষালকে

Friday, December 13, 2024
  


নিজস্ব প্রতিনিধি: নতুন ইতিহাসের স্বাক্ষী হতে চলছেন রাজ্যের মানুষ ।ভারতের সংগীত তারকা শ্রেয়া ঘোষাল। বাঙালির গর্ব ।এই প্রথম ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্টে সুরের মোহনাতে ভাষাতে চলছেন ।রাজ্যে আসতেই শ্রোতাদের ভিড় তারকাকে এক ঝলক দেখতে ।তিনিও মাতা মাতা সুন্দরীর পূর্ন্য ভূমিতে এসেই খুশিতে আপ্লুত ।