News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

যান সন্ত্রাসে আহত ৩

Sunday, December 15, 2024
  


নিজস্ব প্রতিনিধি: দুর্ঘটনায় মৃত্যু মিছিল চলছেই ! কলসীরমুখে হতাহত ৩ জন । শান্তিরবাজার মহকুমার কলসীরমুখ এলাকায় বাইক ও গাড়ির সংঘর্ষে নিহত এক যুবক। গুরুতর আহত ২ জন। নিহতের নাম সুকান্ত হাজারি। বাবার নাম বাদল হাজারি। বাড়ি কলসী সৎসঙ্গ এলাকায়। আহতদের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন অমল দেবনাথ। আহত অপর যুবক কর্ণ দাস। তারা তিন জন এক বাইকে চেপে কলসী থেকে বাইখোড়া আসছিলেন। অপরদিক থেকে আসা পণ্যবোঝাই গাড়ির সাথে সংঘর্ষ ঘটে জাতীয় সড়কে।.