নিরাপত্তার বলয়ে দয়ালহরীকে আদালতে হাজির করলো আর কে পুর থানা
Wednesday, December 18, 2024
নিজস্ব প্রতিনিধি: দয়ালহরির নিরাপত্তার জন্য পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে উদয়পুর আদালতে পেশ করে আরকে পুর থানার পুলিশ।সবথেকে বড় সংবাদ আর কেপুর থানা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে দয়াল হরি দেবনাথকে তোলা হল উদয়পুর আদালতে। জানাযায় গতকাল রাতে আর কেপর থানার বিশেষ একটি টিম আগরতলা থেকে অভিযান চালিয়ে দয়াল হরি কে গ্রেফতার করে। যথারীতি তার বিরুদ্ধে আর কে পুর থানায় একটি মামলা হয়, এরপরে তাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে উদয়পুর আদালতে প্রেরণ করল পুলিশ। জানাযায় দয়াল হরি দেবনাথ সামাজিক মাধ্যমে শাসকদলীয় বিধায়ক সহ দলকে কালিমালিপ্ত করার জন্য একাধিক অপপ্রচার চালিয়েছে, এ বিষয়ে এক বিজেপি কর্মী আর কেপুর থানায় মামলা দায়ে করে। যার ফলে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আজ থানা থেকে তুলা হয় আদালতে।