News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

১৩ হাজারের অধিক সরকারি চাকরি প্রদান করার ব্যবস্থা হয়েছে: মুখ্যমন্ত্রী

Wednesday, December 18, 2024
  


আগরতলা, ১৮ ডিসেম্বর: বর্তমান সরকার স্বচ্ছতার ভিত্তিতে চাকরি প্রদান করছে। প্রায় ১৩ হাজারের অধিক সরকারি চাকরি প্রদান করার ব্যবস্থা হয়েছে। বুধবার আগরতলায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমরা স্বচ্ছতার ভিত্তিতে চাকরি প্রদান করছি। কেউ বলতে পারবে না আমরা অন্যায়ভাবে চাকরি দিচ্ছি। এখন পর্যন্ত প্রায় ১৩ হাজারের অধিক সরকারি চাকরি দেওয়া হয়েছে। আর প্রায় প্রতিদিনই কিছু না কিছু ঘোষণা করা হচ্ছে। নতুন নতুন শূন্যপদ তৈরি হচ্ছে। আবার সেগুলি পূরণ করা হচ্ছে। তবে চাকরি প্রদান অব্যাহত থাকলেও সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। এজন্য কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো বলেন, সম্প্রতি মুম্বাই গিয়ে নর্থ ইস্ট বিজনেস সামিটে অংশগ্রহণ করি। সেখানে আমি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছি। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সম্পদ সম্পর্কে তাদেরকে অবহিত করি। এক্ষেত্রে পর্যটন থেকে শুরু করে কৃষি, হোটেল ব্যবসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা তাদের সামনে তুলে ধরেছি। আগর, রাবার, বাঁশ সহ অন্যান্য শিল্প সম্ভাবনা নিয়ে অবহিত করেছি। তারাও আমাদের বাঁশ শিল্পের সম্ভাবনা নিয়ে আগ্রহ দেখিয়েছেন। আমি তাদের রাজ্যের ব্যাম্বো পলিসি সম্পর্কে অবগত করি। মোট কথায় রাজ্যের শিল্প সম্ভাবনার সমস্ত বিষয়াদি সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করি। তাই বিনিয়োগকারীরাও তাদের আগ্রহ দেখিয়েছেন। মানুষ আসছেন এখন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যে শান্তি শৃঙ্খলা খুবই ভালো অবস্থানে রয়েছে। শান্তি সম্প্রীতির নিরিখে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে বেছে নিয়েছেন মানুষ। মানুষ এখানে আসায় স্বাভাবিক কারণে কর্মসংস্থানও তৈরি হবে। এর পাশাপাশি এন্টারপ্রেনারশিপ, স্টার্টআপ ক্ষেত্রেও এগিয়ে আসছেন অনেকে। আগামীদিনে ত্রিপুরায় আর বেকার থাকবে না।