News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

রাজ্য ভিত্তিক ত্রিং উৎসব উপলক্ষে ব্যাপক আয়োজন পাগলা বাড়িতে

Thursday, December 19, 2024
  


নিজস্ব প্রতিনিধি:খোয়াই পদ্মবিল ব্লকের পাগলা বাড়ি এডিসি ভিলেজে একুশে ডিসেম্বর সন্ধ্যে থেকে সারা রাত ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্য ভিত্তিক ত্রিং উৎসব। এই উৎসবে উপস্থিত থাকবেন রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা, মন্ত্রী রতন লাল নাথ, অনিমেষ দেববর্মা সহ রাজ্য মন্ত্রিসভার বহু মন্ত্রী ও বিধায়করা। বৃহস্পতিবার বিকেলে পাগলা বাড়িতে রাম চন্দ্র ঘাট ত্রিং সেলিব্রেশন কমিটির উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ সংবাদ জানান রামচন্দ্র ঘাটের বিধায়ক তথা এই কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। এই এিং উৎসবের সূচনা হবে মামিতা, লেবাং, ইত্যাদি জনজাতি নৃত্যের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুভমেন্ট ফর ককবরক হুকুমু মিশনের সমস্ত কর্মকর্তারা। এই উৎসবে মনোরঞ্জন দিতে আসছেন অরুণাচল প্রদেশের জনপ্রিয় ডুয়েল গায়ক জেলি তাই তামিং সহ রাজ্যের শিল্পীরা।