নেশা সামগ্রী বিক্রির দায়ে যুবকের কারাদণ্ডের নির্দেশ
Thursday, December 19, 2024
নিজস্ব প্রতিনিধি : নেশা সামগ্রী বিক্রির অভিযোগে কৈলাসহর টাউন কুবঝার এলাকার বাসিন্দা ইনুছ আলীকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের নির্দেশ দিলেন আদালত। ২০২০ সালের মে মাসে গ্রেপ্তার হওয়া ইনুছ আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর অভিযোগ ছিল যে তিনি মাদক বিক্রির সাথে জড়িত।
২০২০ সালের ৭ই মে, ইনুছ আলী টাউন কুবঝার এলাকার বাসিন্দা সফিক বক্সের বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাদের পক্ষে উপস্থিত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান সহিদ খান ইনুছ আলীকে আটক করেন। কৈলাসহর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে ইনুছ আলীর কাছ থেকে ছোট ছোট প্লাস্টিকের কোটা উদ্ধার করে, যা পরবর্তীতে ব্রাউন সুগার বলে শনাক্ত করা হয়।ঘটনার পর সহিদ খান লিখিত অভিযোগ দায়ের করেন এবং কৈলাসহর থানার পুলিশ ইনুছ আলী ও সফিক বক্সকে আসামি করে তদন্ত শুরু করে। তবে প্রমাণের অভাবে সফিক বক্সের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।এই মামলায় মোট আটজন সাক্ষী ছিলেন, এবং তদন্ত করেন চিত্ত রঞ্জন রিয়াং। দীর্ঘ শুনানি শেষে আজ স্পেশাল জজ কাম সেশন জজ সুদীপ্তা চৌধুরী ইনুছ আলীকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
সরকার পক্ষের আইনজীবী হিসেবে এই মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব। এই রায়ে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন।..