নেশা বিরোধী অভিযানে মধুপুর থানা ও বি এস এফের সাফল্য
Saturday, December 21, 2024
নিজস্ব প্রতিনিধি: সাফল্য পেল মধুপুর থানার পুলিশ এবং সীমান্তের বিএসএফ। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার রাধানগর সীমান্তবর্তী এলাকায় রাজেশ লস্করের বাড়িতে হানা দিয়ে ৩০০ টি ইয়াবা ট্যাবলেট এবং 15 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। তবে সেই অভিযানে ছিলেন কমলাসাগর বিএসএফ ক্যাম্পের বিএসএফ জোয়ানরা এবং মধুপুর থানার পুলিশ। পরবর্তী সময়ে রাজেশ লস্করকে গ্রেপ্তার করে মধুপুর থানায় নিয়ে আসে তার বিরুদ্ধে একটি এনডপিএস মামলা হাতে নেই পুলিশ। এদিকে পরিবার কিংবা এলাকা সূত্রের খবর রাজেশ নস্করকে ঐ এলাকার কিছু পাচারকারীরা তার বাড়ির মধ্যে ইয়াবা ট্যাবলেট এবং শুকনো গাজা ঘরের মধ্যে দিয়ে তাকে ফাঁসিয়ে দেয়। জানা জায় রাজেশ লস্কর কখনো এসব কাজের সাথে জড়িত নয়। তার বাড়ির পাশে রয়েছে 116 নম্বর গেট। সে গেটের পাশ দিয়ে নিত্যদিন লক্ষ লক্ষ টাকার অবৈধ জিনিস বাংলাদেশে পাচার করছে। রাজেশ লস্কর এবং তার পরিবার তা ভালো চোখে দেখেনি। এদিকে সীমান্তের বিএসএফ প্রায় সময় তাদের বাড়ির উপর বিভিন্নভাবে আক্রমণ চালাই। কেন তাদের বাড়ির পাশ দিয়ে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত রাজেশ নস্করের পরিবার পাচারকারীদের বলে দেই এই দিক দিয়ে যাতে অবৈধ কিছু জিনিসপত্র না পার করে।আর তার ফলেই পাচারকারীরা তার পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে এবং শেষ পর্যন্ত তাকে ঘরের মধ্যে কয়েকটি ইয়াবা এবং শুকনো গাঁজা দিয়ে ফাঁসিয়ে দেই। জানাযায় অভিযানের সময় পুলিশ এবং বিএসএফ তার বাড়িতে হানা দিয়েছিল ওই সময় ঘরের মধ্যে কিছুই পাইনি দীর্ঘক্ষণ পর পুলিশ যখন অন্যদিকে চলে যাই এই সুযোগে এসে একটি পরিত্যক্ত ঘরে কে বা কারা শুকনো গাজা এবং ইয়াবা ট্যাবলেট রেখে যায়। পরে পুলিশকে ফোনের মাধ্যমে ওই পরিত্যক্ত ঘরের কথা বলতেই সেই ঘর থেকে এগুলি উদ্ধার করে পুলিশ রাজেশ লস্করকে গ্রেফতার করে নিয়ে আসে। এদিকে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের নিকট দাবি রাখছে সুষ্ঠু তদন্ত করে দেখার। তাদের বক্তব্য কখনো তাদের ছেলে এসব কাজে জড়িত নয় পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে মূল রহস্য বেরিয়ে আসবে দাবি তাদের পরিবারের।