দুষ্কৃতীকারীরা তান্ডব চালিয়ে আক্রমন নামিয়ে আনলো নীরিহ এক পরিবারের উপর
Sunday, December 22, 2024
নিজস্ব প্রতিনিধি: বাড়িঘরে আক্রমনের পাশাপাশি দুষ্কৃতকারীরা কেটে ধ্বংস করে দিল রাবার বাগান। এখানে শেষ নয় বসত ঘরের টিনের বেড়া পর্যন্ত দা দিয়ে কুপিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। আক্রমনের ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ আর ডি ব্লকের রতনপুর এডিসি ভিলেজের ধনকুমার পাড়াতে।
জানা যায়, ধনকুমার পাড়ার বাসিন্দা রঙ্গিলা ত্রিপুরা। স্বামী জহরনন্দ ত্রিপুরা। বিলোনিয়া জনৈক এক বাড়িতে ভাড়া থাকতো। বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে হঠাৎ দুষ্কৃতকারীরা রাতে হামলা চালায় রঙ্গিলা ত্রিপুরার বাড়িতে। এই খবর পেয়ে শনিবার সকালে ভাড়া বাড়ি থেকে ধনকুবের পাড়াতে ছুটে যান রঙ্গিলা ত্রিপুরা সহ স্বামী জহরনন্দ ত্রিপুরা। এ প্রথম না আরো কয়েকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা এমনই অভিযোগ। এছাড়া তাদের পুকুরের বাঁধ কেটে দেওয়ার মতোও ঘটনা ঘটাচ্ছে এই দুষ্কৃতকারীরা। ঘটনার বিষয়ে ঋষ্যমুখ ব্লকের রতন পুর এডিসি এলাকার বিএসসি চেয়ারম্যানকে জানানোর পর বৈঠকে মিমাংসা করবে বলে আশ্বাস দেন। কিন্তু কোন সুরাহা হচ্ছে না। অবশেষে এই বিষয়ে রঙ্গিলা ত্রিপুরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বৈঠকে কোনো সুরাহা না হলে, পাশাপাশি বুধবারের মধ্যে বিএসসি চেয়ারম্যান কোন কিছু না করেন, সুষ্ঠু বিচারের জন্য থানার দ্ধারস্থ হবে বলে হুঁশিয়ারি দেন।..