News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

অমিত শাহের পৌরহিত্যতে জনজাতি বিধায়ক ও নেতৃত্বেদের বৈঠক

Sunday, December 22, 2024
  


নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিকাশমুখী সরকার জাতি ও জনজাতিদের মধ্যে মিলনসেতু নির্মান করেছে ।এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে কাজ পরিচালনা করছেন ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ ।রাজ্যে একাধিক কর্মসূচির মধ্যে সামিল হয়েছেন ।বিকাশের নতুন ইতিহাসের স্বাক্ষী রেখে চলছেন ।পাশাপাশি রাজ্যের জনজাতি বিধায়ক এবং নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন।মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অভিবাদন জানিয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহকে । অমিত শাহ দেশের সরকার জনজাতীদের জন্য আন্তরিক ।তিনি বলেন,আগামীদিনে বিজেপির নেতৃত্বে এক সমৃদ্ধশালী ত্রিপুরা গড়ে তোলা হবে ।আগামীদিনে দেশের সামনে রোল মডেল হয়ে উঠবে ত্রিপুরা ।উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ সভাপতি Rajib Bhattacharjee , লোকসভার সাংসদ তথা উত্তর-পূর্বাঞ্চল কো-অর্ডিনেটর Dr. Sambit Patra প্রমুখ ।